কেক কেটে জন্মদিন উদ্যাপন করলেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত শনিবার মধ্যরাতে কেক কেটে তাঁর জন্মদিন উদ্যাপন করেছেন। তাঁর গুলশানের কার্যালয়ে এই কেক কাটার সময় বিএনপির নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
গতকাল ১৫ আগস্ট ছিল খালেদা জিয়ার ৬৬তম জন্মদিন। তিনি ১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার রাত ১২টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত হন। গুলশান কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে চারটি বিশাল কেক নেওয়া হয়। প্রতিটি কেকের ওজন ছিল ৬৬ পাউন্ড। কার্যালয়ের নিচতলার একটি কক্ষে সারিবদ্ধভাবে রাখা ছিল কেকগুলো। খালেদা জিয়া রাত সাড়ে ১২টার দিকে কেক কাটার সময় উপস্থিত নেতা-কর্মীরা ‘শুভ জন্মদিন, খালেদা জিয়ার জন্মদিন’ বলে স্লোগান দেন। এর আগে তাঁর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
Source: http://www.prothom-alo.com/detail/date/2010-08-16/news/86956
গতকাল ১৫ আগস্ট ছিল খালেদা জিয়ার ৬৬তম জন্মদিন। তিনি ১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার রাত ১২টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত হন। গুলশান কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে চারটি বিশাল কেক নেওয়া হয়। প্রতিটি কেকের ওজন ছিল ৬৬ পাউন্ড। কার্যালয়ের নিচতলার একটি কক্ষে সারিবদ্ধভাবে রাখা ছিল কেকগুলো। খালেদা জিয়া রাত সাড়ে ১২টার দিকে কেক কাটার সময় উপস্থিত নেতা-কর্মীরা ‘শুভ জন্মদিন, খালেদা জিয়ার জন্মদিন’ বলে স্লোগান দেন। এর আগে তাঁর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
Source: http://www.prothom-alo.com/detail/date/2010-08-16/news/86956