Monday, January 9, 2012

Khaleda Zia in tuned with Terrorist Hizb-ut Tahrir

সরকার সেনা কর্মকর্তাদের ‘গুম’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সোমবার বিকেলে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্যে খালেদা একই সঙ্গে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যার অভিযোগও আনেন সরকারের বিরুদ্ধে।

তিনি বলেন, “সরকার কেবল দমননীতিই নয়, গুম ও গুপ্ত হত্যার মাধমের বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করছে।

“কেবল তা-ই নয়, সেনাবাহিনীর কর্মকর্তাদেরও গুম করা হচ্ছে,” যোগ করেন বিএনপিপ্রধান।

সকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর নগরীর কয়েকটি সংবাদপত্র কার্যালয়ে খামে ভরে প্রায় একই বক্তব্য সম্বলিত প্রচারপত্র বিলি করে। ওই প্রচারপত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাতে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Source: http://www.bdnews24.com/bangla/details.php?cid=3&id=182385&hb=1

Chittagong, Jan 9 (bdnews24.com) — BNP chairperson Khaleda Zia has alleged that the government is 'abducting' army personnel, apart from opposition activists, as a part of its policy of oppression.

"The government is eliminating opposition's leaders and activists not only through oppression but also through abductions and secret killings. Not only this, even army personnel are being abducted," she told a rally at the port city's Polo Ground at the close of her two-day Chittagong road march.

Although her remarks came at the rally in the afternoon, banned Islamist militant outfit Hizb-ut Tahrir Bangladesh had in the morning sent leaflets in sealed envelopes to several local daily newspaper offices reading the same allegation attributed to Khaleda.

The leaflets also asked the army to come forward to oust the ruling Awami League-led government.

Source:  http://www.bdnews24.com/details.php?id=215653&cid=3