Sunday, August 21, 2011

BNP Leader Arrested for Shooting at Train Carrying Hasina

হাসিনার ট্রেনে গুলি: আসামি পিন্টু কুষ্টিয়ায় গ্রেপ্তার
Wed, Sep 21st, 2011 9:41 pm

পাবনা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকাকালে তাকে বহনকারী ট্রেনে গুলিবর্ষণ মামলার আসামি পাবনার বিএনপি নেতা মো. জাকারিয়া পিন্টুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা সদর থেকে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার ওসি আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেড়ামারা বাসস্ট্যান্ডের শাপলা চত্বর এলাকা থেকে র‌্যাব সদস্যরা জাকারিয়া পিন্টুকে গ্রেপ্তার করে। বুধবার তাকে থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

ঈশ্বরদী পৌর বিএনপির একাংশের সাধারণ সম্পাদক পিন্টুর (৪০) বাড়ি ঈশ্বরদী উপজেলার কাছারিপাড়া পশ্চিম টেংরি গ্রামে।

ঈশ্বরদী থানার ওসি ইসরাইল হোসেন বলেন, ১৯৯৫ সালের ১৪ ফেব্র"য়ারি তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ট্রেনে ঈশ্বরদী এলে তার ট্রেনে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ওই ঘটনায় পিন্টুকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়।

তার বিরুদ্ধে চারটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে ওসি জানান।

র‌্যাব-১২ এর ক্যাপ্টেন মঞ্জুরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারের সময় পিন্টুর কাছ থেকে একটি এলজি ও দুটি গুলিও উদ্ধার করা হয়।


Source: http://www.bdnews24.com/bangla/details.php?id=171535&cid=2